ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর (Riya Kumari) মৃত্যুর কারণ হিসেবে উঠে এল অনার কিলিং (Honor Killing) তত্ত্ব। সামনে এল নতুন অভিযোগ। শুক্রবার আদালতে রিয়ার শ্বশুর ধানেশ্বর রাম এই খুনের জন্য সরাসরি দায়ী করেছেন রিয়ার ভাই অজয় রানাকে। তাঁর অভিযোগ রিয়ার বাপের বাড়ি লোকজন উঁচু জাতের। তাই তাঁদের ছেলের সঙ্গে রিয়ার সম্পর্ক মেনে নেননি। এমনকি এই কারণে তাঁর ছেলে প্রকাশ কুমারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ করেন তিনি।
এদিন আদালতে ধানেশ্বর রাম জানান, তিনি রিয়ার ভাই অজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। বাগনান থানা সূত্রে খবর, অভিনেত্রীর দেওর সন্দীপও দাবি করেন যে, তাঁকে ফাঁসানো হয়েছে। রিয়ার ভাই অজয়ই তাঁকে ফোন করে সাহায্য চান। বাগনানে ডাকেন। তার পরই পুলিশ তাঁকে পাকড়াও করেছে।
আরও পড়ুন- দাম্পত্য কলহ, ইউটিউব নিয়ে অশান্তির জেরেই খুন! গ্রেফতার রিয়া কুমারীর স্বামী প্রকাশ
বুধবার ভোর ৬টা নাগাদ বাগনানের মহিষরেখা ব্রিজে একদল দুষ্কৃতী গুলি করে হত্যা করে রিয়া কুমারীকে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর স্বামী এবং কন্যা সন্তানও। ঘটনা প্রকাশ্যে আসতেই দানা বাঁধে রহস্য। গ্রেফতার করা হয় রিয়ার স্বামী প্রকাশকে ও তাঁর ভাই সন্দীপকে।