জোকা-তারাতলা রুটে (পার্পল লাইন) বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা । আপ-ডাউন মিলিয়ে আগে ১২টি মেট্রো চলত, এখন আরও ১২ টি মেট্রো পরিষেবা দেবে । ১ মে থেকেই মোট ২৪ টি মেট্রো চলবে জোকা-তারাতলা রুটে । মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগের তুলনায় যাত্রীসংখ্যা বেড়েছে । তাই যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
জানা গিয়েছে দু'টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমছে । এতদিন এক ঘণ্টার ব্যবধানে দু'টি মেট্রো চলত । এবার তা কমিয়ে ৪০ মিনিট করা হয়েছে । জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে । আর শেষ মেট্রো বিকেল ৪টে ২০ মিনিটে । অন্যদিকে, তারাতলা থেকে সকাল ৯টা ২০ মিনিটে প্রথম মেট্রো । আর শেষ মেট্রো ৪ টে ৪০ মিনিটে । মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জোকা-তারাতলা রুটে সাধারণত ১২টা থেকে ৩টে নাগাদ কোনও মেট্রো চলে না । তবে এখন, পরিবর্তিত পরিস্থিতিতে সেই পরিষেবাও দেওয়া হবে ।
সোম থেকে শুক্র,সপ্তাহে পাঁচ দিন জোকা থেকে তারাতলা রুটে মেট্রো চলানো হয় । প্রথম দিকে যাত্রী হলেও, ধীরে ধীরে কমতে থাকে যাত্রী সংখ্যা । লাভ তো দূরের কথা, আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল মেট্রো রেল । তবে এবার যাত্রী সংখ্যা বাড়তেই আশার আলো দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।