বাংলাদেশের মতো অবস্থা এই রাজ্যের, এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। তাঁর বক্তব্য বাংলাদেশে যেভাবে আন্দোলন করতে গিয়ে গুলি খেতে হয়েছে তেমন এই রাজ্যেও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
কী বললেন অধীর চৌধুরী?
এদিন সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে। কিন্তু হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তা এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলি খেতে হয়েছে এখানেও তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শাস্তি পেতে হচ্ছে। ওখানেও যেন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল এখানেও তাই। শুধু দেখতে বাকি হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল এই বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় সেটা দেখতে হবে।"