আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন, তৃণমূল নেত্রীর দয়ায় দুটি আসন নিয়ে লড়বে না কংগ্রেস।
লোকসভা নির্বাচনে লড়াইয়ের কৌশল নিয়ে আলোচনার জন্য একাধিক বৈঠক করেছে INDIA জোট। সেখানে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছিল বলেও সূত্রের খবর। এমনকি শোনা গিয়েছিল, এরাজ্যে কংগ্রেসকে মাত্র ২টি আসন ছাড়বে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গেই একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অধীর চৌধুরী।
তিনি স্পষ্ট জানান, "পারলে বহরমপুর থেকে নির্বাচনে লড়ে দেখান। আপনায় দয়ায় বাংলায় লড়বে না কংগ্রেস।" এর পাশাপাশি অধীর জানান, জোট করার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, BJP-র সঙ্গে গোপন আঁতাত রয়েছে তৃণমূলের। সেকারণেই জোট করতে চাইছে না তৃণমূল কংগ্রেস।