রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলের কি জোট হবে! এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এরই মধ্যে বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে জানালেন, "দিদিই জোটের সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন।" তাঁর মতে, কে সঙ্গে এল, তা নিয়ে মাথা ঘামায় না কংগ্রেস।
এদিন সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সাংবাদিক বৈঠকে জোট নিয়ে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন অধীর। তিনি বলেন, "এই মুর্শিদাবাদে তৃণমূল-বিজেপিকে একবার নয়, বারবার হারিয়েছি, আবার হারাব।"
জোটের প্রসঙ্গ উঠতেই অধীর বলেন, "দিদি নিজেই জোট চায় না। কারণ তাঁর জোট করলে অসুবিধা আছে। আগেও বলেছি, যে কংগ্রেসের নিজের ক্ষমতা রয়েছে, সেখানে কংগ্রেস লড়বে।"
শুক্রবারই দলীয় কর্মীসভায় একলা চলো নীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সারা ভারতে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় তৃণমূল একাই লড়বে। তৃণমূলই বিজেপিকে শিক্ষা দিতে পারবে। তৃণমূল ভারতকে পথ দেখাবে।