চার পুরভোটে তৃণমূলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(Adhir Chowdhury)। তাঁর কথায়, 'নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই ফলাফলে মানুষের মতামতের কোনও প্রতিফলন নেই।'
অধীর চৌধুরী(Adhir Chowdhury) আরও জানান, গায়ের জোরে ভোট করেছে শাসকদল তৃণমূল(TMC)। এইভাবে ভোট করানোর থেকে রাজ্যে পুরভোট বন্ধ করার দাবিও তোলেন এই কংগ্রেস(Congress) নেতা। শুধু তাই নয়, এই ধরনের ঘটনায় গোটা ভারতের(India) কাছে পশ্চিমবঙ্গের(West Bengal) ভাবমূর্তি কলুষিত হচ্ছে বলেও জানান অধীর চৌধুরী(Adhir Chowdhury)।
সোমবার সকাল থেকেই শাসক দল তৃণমূলের(TMC) প্রার্থীরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে যায় চারটি পুরসভাতেই। এমনকি হাতছাড়া হয় বামেদের(Left) দীর্ঘদিনের দুর্গ শিলিগুড়িও(Siliguri)। হেরে যান বর্ষীয়ান বাম নেতা তথা পুরভোটে প্রার্থী অশোক ভট্টাচার্য(Ashok Bhattacharya)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) জানান, এই জয় মানুষের জয়। এর জন্য তৃণমূল মানুষের কাছে কৃতজ্ঞ থাকবে।
আরও পড়ুন- Mamata Banerjee: নবনির্বাচিত পুরপ্রতিনিধিদের আরও নম্র হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
পুরভোটের(Municipal Election 2022) আগে থেকেই সন্ত্রাস প্রসঙ্গে বরাবরই সোচ্চার ছিলেন বিরোধীরা। পুরভোটের দিন সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় বিধাননগর(Bidhannagar), আসানসোল(Asansol), চন্দননগর(Chandannagar), শিলিগুড়ি(Siliguri)। ব্যাপক ভোট লুঠ, রিগিং, ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে রাজ্যের চার পুরসভাতেই। বাম(Left), কংগ্রেস(Cong) ও বিজেপির(BJP) পক্ষ থেকে এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, বিক্ষোভও(Agitation) দেখানো হয়।