আসন্ন লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট নিয়ে এখন চর্চা চলছে। তারমধ্যেই রাজ্যের বিরুদ্ধে সমালোচনা জারি রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবার তাঁর অস্ত্র শিলিগুড়িতে রাহুল গান্ধীর সভা। এই সভা করতে এখনও কোনও অনুমতি নেই রাজ্য প্রশাসনের। আর তাতেই ক্ষোভ প্রকাশ করলেন অধীর।
শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি না মেলায় বঙ্গের তৃণমূল সরকারের সঙ্গে তিনি মণিপুর এবং অসমের বিজেপি সরকারের তুলনাও টানলেন। অধীরের অভিযোগ, মণিপুর এবং অসমে যে ভাবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে রোখার চেষ্টা করা হয়েছে। বাংলাতেও একই ছবি হতে চলেছে।
বৃহস্পতিবার বাংলায় এসেছেন রাহুল গান্ধী। জরুরি কাছে ফের দিল্লি ফিরে গিয়েছেন। আবার ২৮ জানুয়ারি তিনি বাংলায় আসছেন। ফের তিনি যাত্রা শুরু করবেন। এই পর্বেই রাহুলের শিলিগুড়িতে সভা করার কথা ছিল। কিন্তু কংগ্রেস জানিয়েছে, এই সভার এখনও কোনও অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। যদিও অধীরের দাবি, অনেক আগে থেকেই প্রশাসনকে রাহুল গান্ধীর রুট সম্পর্কে জানানো হয়েছিল।