আসন্ন লোকসভা ভোটে বাংলায় এবার একলা চলার হুঙ্কার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব ফিরিয়েও এই ব্যাপারে তাঁকে তাকিয়ে থাকবে হবে হাইকম্যান্ডের দিকেই। শনিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে বহরমপুরের সাংসদ জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে জোট না হলে, তিনি পরোয়া করেন না।
গত বছর ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লি গিয়ে রাজ্যে কংগ্রেসের জন্য জোটের দরজা খুলে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন রাজ্যে যে দুটি আসনে কংগ্রেস জিতেছিল, সেই দুটি আসন এবারও কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে। তাতে প্রদেশ নেতাদের দাবি ছিল দুই নয়, তাঁদের দিতে হবে আরও চারটি আসন।
এই ব্যাপারে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে নিজেদের দাবিও পেশ করেছিলেন অধীর চৌধুরীরা। কিন্তু সম্প্রতি মুর্শিদাবাদ নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েদেন, জোট নিয়ে কংগ্রেস আগ্রহ না দেখালে, তাঁদের তরফে বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দেওয়া হবে।
তার প্রেক্ষিতেই শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, রাজ্যে একলা লড়াই করার জন্য তিনি তৈরি। রাজনৈতিক মহলের দাবি, এই হুঙ্কারের পিছনে রয়েছে তাঁর বামকে পাশে নেওয়া ইঙ্গিত। কিন্তু তাঁর এই চেষ্টা কতটা সফল হবে, তা ভবিষ্যতে বোঝা যাবে। কারণ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের স্পষ্ট নির্দেশ, বাংলায় আসন রফায় তৃণমূল নেত্রীই শেষ কথা।