বিদেশি ডেরেক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। নেট মাধ্যমে তীব্র কটাক্ষ বহরমপুরের কংগ্রেস সাংসদকে। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে এবার মুখ খুললেন প্রীতিশ নন্দী, বীর সাংভির মতো সাংবাদিকরাও। অধীরের এই মন্তব্যকে সমালোচনা করেছেন সিদ্ধার্থ বসুর মতো খ্যাতনামা কুইজ মাস্টারও।
এমনিতেই বঙ্গ রাজনীতিতে কংগ্রেস-তৃণমূলের জোট নিয়ে বিস্তর টানাপোড়েন চলছে। এরমধ্যেই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান অভিযোগ করেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর জন্যই বাংলায় জোট আটকে রয়েছে। এমনকী তাঁর আরও অভিযোগ ছিল, বাংলায় জোট না করে বাম-বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন অধীর।
সেই অভিযোগের জবাবে শিলিগুড়েতে অধীর রাজ্য সভায় তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়ানকে বিদেশি বলে অভিহিত করেন। তার জবাবে নিজের এক্স হ্যান্ডেলে প্রীতিশ নন্দী লেখেন, এটা ঠিক যে বাংলায় কংগ্রেসকে একাই বাঁচিয়ে রেখেছেন অধীর চৌধুরী। কিন্তু ডেরেক ও ব্রায়েন সম্পর্কে তাঁর মন্তব্য মেনে নেওয়া যায় না। আরও কড়া হয় বীর সাংভির প্রতিক্রিয়া। নিজের এক্স হ্যান্ডেলে অধীরের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সাংভি।