কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee) বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শ্রীরামপুরের সাংসদ। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato) লেখা একটি কবিতা ফেসবুকে পোস্ট করলেন তিনি।
শ্রীজাতর কবিতার যে অংশটি কল্যাণ পোস্ট করেছেন,সেটি এমন:
"মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায় ;
আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।।"
এরপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কার শিরদাঁড়া নিয়ে কটাক্ষ করছেন সাংসদ, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: TMC: অভিষেকের বিরুদ্ধে মুখ খুলে বিপাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতকের পদ ছাড়ার নিদান অপরূপার
এর মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, কল্যাণকে ইন্ধন দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, পিসি বাদে ভাইপোর কোনও গুরুত্ব নেই। আর বিজেপির দাবি,তৃণমূলের ব্যর্থতা ঢাকতেই শুরু হয়েছে অভিষেক বনাম কল্যাণের তরজার নাটক।