কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নামলে তাঁকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখতে চান বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। যদিও এই বিষয়ে বিচারপতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে এসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিচারপতির ভূয়সী প্রশংসা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপরেই এমন মন্তব্য করেন অধীর।
বিচারপতির একাধিক রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে। ফলে, অধীর চৌধুরীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ন বলে মনে করেছে রাজনৈতিকমহল।