আসন্ন লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে INDIA জোটের প্রধান দুটি দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। সংহতি মিছিলে এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, লোকসভা নির্বাচনের আসন বণ্টন নিয়ে জোট শরিক কংগ্রেসকে আঞ্চলিক দলগুলির উপর দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বৈঠকে কোনও প্রস্তাব গৃহীত হয়নি বলে বুঝিয়ে দেন।
কী বলেছেন তৃণমূল নেত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বলেছি নির্বাচন আঞ্চলিক দলগুলির উপর ছেড়ে দিন। এবং ৩০০ আসনে আপনারা লড়ুন। আমরা সাহায্য করব। আমরা আপনাদের কোনও আসনে লড়ব না। ওঁরা কী বলেছেন? ওঁরা বলেছেন, আমাদের যা ইচ্ছা আমরা সেটা করব। একটা বিষয় মাথায় রাখবেন। বিজেপিকে সাহায্য করবেন না।"
এদিকে মমতার ওই বক্তব্য প্রসঙ্গে পালটা কটাক্ষ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, ধর্মের নামে পশ্চিমবঙ্গেও ভোট ভাগাভাগি হয়।
কী অভিযোগ অধীরের?
"ধর্মের নামে ভোট ভাগাভাগি নতুন কথা নয়। বাংলাতেও হয়েছে। চাকরি ও রুটিরুজির জন্য এখানে মিছিল হয় না। ১০০ দিনের কাজের জন্য মমতা মিছিল করলেন না কেন? কারণ উনি জানেন কোথায় লাভ আছে।"