বহরমপুর পুরসভার কর আদায়ের চাপে দুর্দিনে রয়েছেন শহরের টোটো চালকরা। তাঁদের এই অবস্থা থেকে মুক্ত করতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এক চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে তাঁর দাবি, অবিলম্বে বহরমপুর পুরসভার এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। কারণ, এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক টোটো চালকের জীবন।
সম্প্রতি এক সিদ্ধান্তে শহরের টোটো চালকদেরও রোড ট্যাক্সের আওতাভুক্ত করছে বহরমপুর পুরসভা। হিসাব বলছে, শহরে কমবেশি প্রায় ১০ হাজার টোটো চালক রয়েছেন। তাঁদের কাছে থেকে প্রতিদিন হিসাবে কর আদায় করা হবে বলেই পুরসভার সিদ্ধান্ত। তার প্রতিবাদেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন অধীর চৌধুরী।
ওই চিঠিতে অধীরের অভিযোগ, কর দিলেই শহরের মধ্যে টোটো চালানোর অনুমতি দেওয়া হবে। এই ঘটনাকে প্রহসন বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ। এই বিষয় বন্ধ করতে মুখ্যমন্ত্রীকে দ্রুত হস্তক্ষেপ করতেও অনুরোধ করা হয়েছে।