পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। টেট পরীক্ষায় দ্বিতীয় হয়েও উচ্ছ্বাসে ভাসতে রাজি নন তিনি। 'স্পষ্টভাষী' অদিতির কথায়, এখনও অনেকটা পথ। টেটের ফলে রয়েছে মাত্র পাঁচ নম্বর। বাকি অনেকটাই নির্ভর করবে ইন্টারভিউয়ে। অদিতির কথায়, ‘‘যত দিন না চাকরি পাচ্ছি, এই রেজাল্ট বিশ্বাস করতে পারছি না। ইন্টারভিউই তো বাকি।" তবে ২০২২ সালের টেটের ফলপ্রকাশে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতি ফের আস্থা ফিরেছে বলেও জানান কাটোয়ার অদিতি।
আদতে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা হলেও বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক অদিতি মজুমদার। বর্তমানে কলকাতার বাঁশদ্রোণীর ভাড়াবাড়িতে স্বামী, বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি। ২০১৪ সালেও টেট পরীক্ষা দেন অদিতি। তবে সেবার সফল না হলেও এবার একেবারে দ্বিতীয় হয়ে গেলেন কাটোয়ার এই মেয়ে।
আরও পড়ুন- WB TET 2022 Result: প্রশ্ন ভুলে মিলবে বাড়তি ৪ নম্বর, পর্ষদ সভাপতির ঘোষণায় খুশি টেট পরীক্ষার্থীরা
১১ ডিসেম্বর পরীক্ষা দেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার চাকরিপ্রার্থী। তার মধ্যে পাশ করেছেন প্রায় দেড় লক্ষ। এদের মধ্যে মহিলার সংখ্যাটা প্রায় ৭০ হাজার। পুরুষ প্রার্থীর পাশের সংখ্যা প্রায় ৮২ হাজার। অন্যান্য পাশ করেছেন ৬ জন। শুক্রবার বেলা দেড়টা নাগাদ টেটের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি।