রাজ্যে এবার ডেঙ্গির বলি হলেন বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তা । শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তারঁ । মৃতের নাম অনির্বাণ হাজরা (৪২) । তিনি বেলেঘাটা আইডির সহকারী সুপার ছিলেন । তাঁর আরও একটা পরিচয় রয়েছে । তিনি এসএফআই-এর ছাত্রসংগ্রাম পত্রিকার প্রাক্তন সম্পাদক । অনির্বাণ হাজরার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী । সোশ্যাল মিডিয়াজুড়ে 'কমরেড'-কে লাল সেলাম জানাচ্ছেন এসএফআইয়ের সহযোদ্ধারা ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অনির্বাণবাবু । ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসতেই ১ নভেম্বর বেলেঘাটাতেই ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলছিল । কিন্তু, বৃহস্পতিবার অনির্বাণবাবুর অবস্থার অবনতি হয়। প্লেটলেট নেমে যায় ১৬ হাজারে। যদিও পরে ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল । কিন্তু, শেষ রক্ষা আর হল না । শুক্রবার সকালেই মৃত্যু হয় তাঁর । অনেকে বলছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে । তবে জানা গিয়েছে, তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর কথাই উল্লেখ রয়েছে ।
রাজ্যে ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে । কলকাতা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, সহ একাধিক জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। মাত্র এক সপ্তাহের মধ্যে সেখানে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে ৭ দিনে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন। জেলাগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। গত ৭ দিনে কলকাতায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৮১ জন।