লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তভ বাগচী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে এই বিষয়টি জানিয়ে একটি তিন পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন কৌস্তভ।
কী লিখেছেন চিঠিতে?
ওই চিঠিতে কংগ্রেস হাইকম্যান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কৌস্তভ বাগচী। তিনি লিখেছেন, কংগ্রেসের কাছে তৃণমূল এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু জানা যায়নি।