মানব পাচার ঘটনার তদন্তে একযোগে ১০টি রাজ্যে তল্লাশি চালায় NIA… ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বারাসতের ব্যবসায়ী সঞ্জীব দেবকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় NIA । যদিও গ্রেফতারির কারণ নিয়ে এখনও কিছুই জানায়নি কেন্দ্রীয় সংস্থা। দু’টি গাড়িতে করে এনআইএ আধিকারিকেরা এসেছিলেন। গোটা ফ্ল্যাট ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়।
বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। বারাসত চাঁপাডালি এলাকায় তাঁর একটি ট্রাভেলসের অফিস রয়েছে। সঞ্জীবকে সঙ্গে নিয়েই সেখানে পৌঁছন NIA গোয়েন্দারা।
যদিও সঞ্জীব দেবের স্ত্রী জানিয়েছেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না। ব্যবসার কাজে তাঁর বাড়িতে ১৫ লাখ টাকা ছিল। ওই টাকাও গোয়েন্দারা নিয়ে গিয়েছেন বলে মনে করছেন তিনি। যদিও এবিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।