অবশেষে রেলের পক্ষ থেকে পাওয়া গেল আশ্বাস। বীরভূমের মুরারই স্টেশনে উঠল ট্রেন অবরোধ কর্মসূচি। প্রায় ৫ ঘণ্টা পর স্বাভাবিক হল পরিষেবা। বারোটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক লোকাল, প্যাসেঞ্জার ও দূরপাল্লা ট্রেন চলতে শুরু করে।
মুররাই নাগরিক কমিটির প্রতিবাদে রবিবার সকাল থেকে অবরুদ্ধ হয়ে বীরভূমের একাধিক স্টেশন। রেলের বিরাট পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে যায়। রেলের এক প্যানেলকর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল নেত্রী ফাল্গুনি সিং ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধ অভিযোগ। অবশেষে আশ্বাস দেয় রেল। আশ্বাস পেয়ে অবরোধ তোলে আন্দোলনকারীরা।
আরও পড়ুন: বীরভূমে মুরারই স্টেশনে বিক্ষোভ, আটকে বন্দে ভারত-সহ একাধিক ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
হাওড়া-জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস, সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার সহ বেশ কয়েকটি ট্রেন আটকে যায়। ছুটির দিন হলেও যাত্রীরা দুর্ভোগের শিকার হন।