মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেশের পরবর্তী প্রধানমন্ত্রী (Prime minister) হিসাবে দেখতে চান তিনি। ৬৪ দিন পর
আবার তৃণমূল কংগ্রেসে ফিরে একথা জানালেন বিনয় তামাং (Binay Tamang)।
রাজনৈতিক মহলের দাবি, জিটিএ নির্বাচনের (GTA) আগে বিনয়কে ফের দলে টেনে পাহাড়ে নিজের শক্তি আরও বাড়িয়ে ফেলল তৃণমূল কংগ্রেস। শুক্রবার
রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন বিনয় তামাং। এদিনই তৃণমূলে যোগ দিলেন পাহাড়ে গত ১০ বছরের বিধায়ক রোহিত
শর্মাও।
সম্প্রতি বিমল গুরুং ও বিনয় তামাঙের বৈঠক পাহাড়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিল। বিনয় দাবি করেছিলেন, গোর্খা জনমুক্তি মোর্চা একটাই। তাঁরা একসঙ্গে
কাজ করবেন। সেই থেকেই বিনয়ের তৃণমূলে ফেরা নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছিল। যা সত্যি হল শুক্রবার। তৃণমূলে ফিরেই বিনয় জানান, এবার বিমল গুরুংকেও তিনি অনুরোধ করবেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য। বিনয় বলেন, ‘৬৪ দিন আগে আমি তৃণমূল থেকে পদত্যাগ করি। কিন্তু পরে মমতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিই। মমতাকে আমি সর্বভারতীয় নেতা হিসেবে দেখতে চাই।’