নন্দীগ্রামে বসল সিপিএমের মুখপত্র 'গণশক্তি'র বোর্ড। প্রায় দেড় দশক পরে নন্দীগ্রামে বসল এই বোর্ড। নন্দীগ্রাম ১ ব্লকের টেঙুয়া বাজার মোড়ে 'গণশক্তি' পত্রিকার বোর্ড উদ্বোধন করলেন সিপিএমের নেতা সুজন চক্রবর্তী। তাঁর সঙ্গেই ছিলেন অপর নেতা নিরঞ্জন সিহি। উল্লেখ্য, নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় ২০০৭ সালে অন্তত চারটি জায়গায় 'গণশক্তি'র বোর্ড ছিল। যা, বামেদের দাবি অনুযায়ী, নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস পরিচালিত ভূমি উচ্ছেদ কমিটি যখন তাদের পার্টি অফিস ভাঙচুর করতে শুরু করে, সেই সময়ই 'গণশক্তি'র বোর্ডগুলিও সেই 'হামলা' এড়াতে পারেনি।
সিপিএম নেতৃত্বের দাবি, নন্দীগ্রামবাসী তৃণমূল এবং বিজেপির উপরে ক্রমে আস্থা হারিয়ে ফেলছে। সে কারণেই ফের গণশক্তির বোর্ড লাগানো গিয়েছে।
অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'সেদিন রাজনৈতিক স্বার্থে এবং মাওবাদীদের উসকানিতে মদত দিয়েছিল তৃণমূল। এখন শহিদ স্মরণের নামে ভোটের রাজনীতি করছে দুই দল।'