টানা পাঁচ দিন পর অবশেষে পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ উঠল কুড়মিদের। নিজেদের মধ্যে বৈঠক করে অবরোধ তুলে নেন তাঁরা।
কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো জানিয়েছেন, আপাতত বন্ধ প্রত্যাহার করে নিলেও, দাবি না মানা হলে আগামিদিনে ফের আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
যদিও, পুরুলিয়ায় অবরোধ উঠলেও এখনও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবরোধ চলছে। তাঁদের কাছে অবরোধ তুলে নেওয়ার নির্দেশিকা আসেনি বলেই জানিয়েছেন তাঁরা।
জঙ্গলমহল এলাকায় রবিবারও অব্যাহত কুড়মিদের আন্দোলন। তারজেরে আজ রবিবার এবং সোমবার ফের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আদ্রা এবং খড়গপুর ডিভিশনে দু দিন মিলিয়ে মোট ১৮৮টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের পাশাপাশি, রাস্তাতেও অবরোধ চলেছে। ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা।