সকালেই তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি (ED), এবার সেই সূত্রেই বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় দল। শুক্রবার সকালে মোট ১২জন ইডি আধিকারিক পর পর চারটি গাড়ি চেপে হানা দেন বালাগড়ে।
ED Raid at Kuntal Ghosh House: ১৯ কোটির ঘুঁষ! CBIএর পর যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে এবার ইডির হানা
তাপস মণ্ডল বলাগড়রের তৃনমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও করেছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একশ কোটি টাকা তোলা হয়েছে বলে রয়েছে অভিযোগ। সেই টাকা কোথা থেকে তোলা হয়েছে কার কার কাছে গেছে তার তদন্তে ইডি। শান্তনু বন্দোপাধ্যায় হুগলি জেলা পরিষদের স্বাস্থ্যকর্মাধ্যক্ষ তথা প্রাক্তন যুব হুগলি জেলা সভাপতি। নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছে একের পর এক নতুন নাম।