২০২২ সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। ওই নিয়োগ প্রক্রিয়ায় যে প্যানেল লিস্ট বেরিয়েছে সেখানে নাম না থাকায় ১০ জন চাকরিপ্রার্থী মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন। বিচারপতি রাজা শেখর মান্থা সেই অনুমতি দিয়েছেন। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট যোগ্যতা থাকা সত্বেও প্যানেল লিস্টে তাঁদের নাম নেই।
কে মামলা দায়ের করেছে?
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় সাড়ে ৯ হাজার পদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সুমন কোলে নামে এক চাকরিপ্রার্থী সহ ১০ জনের নাম নেই। অথচ তাঁদের দাবি, বি এড এবং ডি এল এড এডের নির্দিষ্ট যোগ্যতামান রয়েছে তাঁদের।
কী কারণ?
২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ১১ হাজার ৭৫৮টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। সেসময় জানানো হয়েছিল যাঁদের বি এড এবং ডি এড রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বি এড ডিগ্রিধারীরা সুযোগ পাবেন না। সেই মতো শুধুমাত্র ডি এল এড উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে পর্ষদ।
ওই ১০ জন চাকরি প্রার্থীর দাবি, তাঁদের ডি এল এড করা রয়েছে। কিন্ত যেহেতু বি এড এর নম্বর বেশি সেকারণে তাঁরা বি-এড এর পরীক্ষার নম্বর উল্লেখ করেছেন। ওই প্যানেলে অন্তর্ভুক্তি করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন তাঁরা।