'দিদির দূত' সাংসদ মালা রায়কে DA নিয়ে প্রশ্ন। শাসকদলের রোষের মুখে প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক। স্কুলের অব্যবস্থা নিয়েও নালিশ করে শো-কজও করা হয় তাঁকে।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জেনাডিহি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সাক্ষীগোপাল রায় শুক্রবার সাংসদ মালা রায়কে ডিএ নিয়ে প্রশ্ন করেন। ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে মিড ডে মিল বণ্টনে অব্যবস্থা। ছাত্র সংখ্যা কমে যাওয়া, ছাত্র অনুপস্থিতির মতো একাধিক অভিযোগে শো-কজ করা হয়েছে। প্রধান শিক্ষকের দাবি, ডিএ চাওয়াতেই হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে। যদি অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
আরও পড়ুন: ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে, জানলার কাঁচে চিড়
প্রধান শিক্ষক সাক্ষীগোপাল জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে শিক্ষকতা করছেন। কোনও অভিযোগ ওঠেনি। সাংসদের কাছে ডিএ নিয়ে প্রশ্ন করার পরই ডেকে সতর্ক করা হয়েছে। তাঁর দাবি, বিরোধী শিক্ষক সংগঠন করাও এর একটি কারণ।