অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ অব্যাহত। এবার সেই প্রতিবাদের আঁচ এসে লাগল বাংলাতেও(Agneepath Protest in West Bengal)। শুক্রবার হাওড়ায় বিরাট মিছিল বের করেন চাকরিপ্রার্থীদের একাংশ। হাওড়া ব্রিজ(Agneepath Protest in Howrah) ধরে সেই মিছিল নিয়ে তাঁরা কলকাতা ঢুকতে চাইলে পুলিশ পথ আটকায়। যেখানে পুলিশ পথ আটকায়, সেখানেই তাঁরা বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, কার্যত একই ছবি শিলিগুড়ির(Agneepath Protest in Siliguri) সেবক রোডে। সেখানেও বিরাট এক মিছিল বের করেন চাকরিপ্রার্থীরা। নতুন নিয়মে কেন্দ্রীয় সেনা নিয়োগের প্রতিবাদে সেবক রোডে হাতে লাঠি-বাঁশ নিয়ে মিছিল করেন প্রতিবাদীরা।
শুধু তাই নয়, শুক্রবার ভরা অফিস টাইমে ট্রেন থামিয়ে ঠাকুরনগরে(Thakurnagar Protest on Agneepath) বিক্ষোভ দেখান একদল যুবক। তাঁদের দাবি, অবিলম্বে কেন্দ্রেকে এই নীতি প্রত্য়াহার করতে হবে। এদিন সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরে এই বিক্ষোভের জেরে চরম দু্র্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের।