Anubrata Mandal : সারাদিন অপেক্ষার পর বিকেলে সিবিআই দফতর থেকে বেরোলেন সিবিআই অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব

Updated : Apr 06, 2022 19:03
|
Editorji News Desk

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) পঞ্চমবার তলব করেছিল সিবিআই । বুধবার সকালে নিজাম প্যালেসে  হাজিরা দেওয়ার কথা ছিল । তাই এদিন, সকাল সকালই সিবিআই দফতরে পৌঁছে গিয়েছিলেন সিবিআই (CBI) জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব (Pankaj Srivastava) । অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদে জন্য প্রশ্নমালাও একেবারে তৈরি ছিল । কিন্তু, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের দেখা পেলেন না তিনি । কারণ অনুব্রত তো তখন এসএসকেএম-এ ভর্তি ।

সারাদিন অপেক্ষার পর বুধবার বিকেল নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোন সিবিআই অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব । কেন অনুব্রত মণ্ডল হাজিরা দেননি, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন তাঁকে । তিনি জানান, অনুব্রত মণ্ডল কেন আসেননি, সেটা তাঁকেই জিজ্ঞেস করা হোক । আবার অনুব্রত মণ্ডলকে তাঁরা চিঠি পাঠাবেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও উত্তর দেননি ।

অনুব্রত মণ্ডল আদৌ বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেবেন কি না, এই প্রশ্ন মঙ্গলবার থেকেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে । কারণ তার আগে চারবার হাজিরা এড়িয়েছেন তিনি । তবে মঙ্গলবার তাঁর বীরভূম থেকে কলকাতায় আসা, তারপর সকালে আইনজীবীকে নিয়ে বাড়ি থেকে বেরোনো, সব গতিপ্রকৃতি বুঝিয়েছিল আজই সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন অনুব্রত ।

আরও পড়ুন, Anubrata Mandal : ফের হাজিরা এড়িয়ে হাসপাতালে অনুব্রত, চিঠিতে সিবিআইকে তদন্তে সহযোগিতার দাবি কেষ্ট-র
 

কিন্তু, শেষপর্যন্ত তা হল না । যখন সিবিআই কর্তারা তাঁকে জেরা করার জন্য নিজাম প্যালেসে অপেক্ষা করছিলেন, ঠিক তখনই শোনা গেল অনুব্রত নিজাম প্যালেসে আসছেন না । তিনি এসএসকেএম-এ গিয়েছেন । উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছেন ।

এরপরই সিবিআইকে চিঠি দেয় অনুব্রত মণ্ডল । চিঠিতে তিনি সিবিআইকে তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন । সেইসঙ্গে সিবিআই-এর কাছ থেকে ৪ সপ্তাহ সময় চেয়ে নেন । বা সিবিআইও তাঁকে জেরা করতে হাসপাতালে যেতে পারেন । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, "অনুব্রত মণ্ডলের আসার চেষ্টা করেছিলেন । সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য তিনি সিউড়ি থেকে কলকাতায় এসেছিলেন । কিন্তু, দুর্ভাগ্যবশক হঠাৎ-ই তাঁর শরীর খারাপ হয়ে যায় । এই মুহূর্তে অনুব্রত মণ্ডল উডবান ওয়ার্ডে চিকিৎসাধীন । চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে । তিনি সিবিআইকে চিঠি পাঠিয়েছেন । তাঁর হয়ে সেই চিঠি সিবিআই দফতরে জমা দেওয়া হয়েছে । তদন্তে তিনি সহযোগিতা করতে চান । সুস্থ হলে তিনি আবার হাজিরা দেবেন । হাসপাতালেও জেরায় রাজি তিনি ।"

রাজ্যে গরুপাচার কাণ্ডে তদন্তে নেমে সিবিআই-এর তালিকায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম । এর আগে চারবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে । কিন্তু, প্রত্যেকবারই তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন ।

Anubrata MandalCBInizam palace

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন