ফের রাজ্যে শিশুর মৃত্যু (Child Death) । নিউমোনিয়াতে (pneumonia) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আড়াই মাসের ওই শিশুর । জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিল সে । প্রায় সুস্থও হয়ে গিয়েছিল । কিন্তু, হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় । শেষ পর্যন্ত বাঁচানো গেল না ওই শিশুকে । উল্লেখ্য, রাজ্যে একের পর এক শিশু মৃত্যুর খবর সামনে আসছে । একদিকে যেমন অ্যাডিনো ভাইরাসের প্রভাব, অন্যদিকে, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াতেও শিশুরা মারা যাচ্ছে । এই নিয়ে ২ মাসে রাজ্যে ৪৭ জন শিশুর মৃত্যু হল।
জানা গিয়েছে, শিশুটি বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে । শনিবার জ্বর-সর্দি-কাশি নিয়ে বি সি রাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে । পরিবার সূত্রে খবর, ভর্তি হওয়ার পর বেশ কয়েকদিন ভালই ছিল । কিন্তু, ফের জ্বর আসে । এরপর আইসিইউ-তে ভর্তি করা হয় । বুধবার রাতে তার মৃত্যু হয় । দুধের শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ।
অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) সংক্রমণ দিন দিন বাড়ছে । এই ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা । বিভিন্ন শিশু হাসপাতালে অ্যাডিনো সংক্রমণ নিয়ে ভর্তি শিশুদের ভিড় বেড়েই চলেছে । পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই নতুন নির্দেশিকা (Adenovirus Guideline ) জারি করেছে স্বাস্থ্যভবন। নবান্নের তরফেও ১০ দফার নির্দেশিকা জারি করা হয়েছে । ওই নির্দেশিকায় জানানো হয়, প্রতিটি হাসপাতালের শিশুরোগ বিভাগকে সজাগ থাকতে হবে। দ্রুত চিকিৎসার স্বার্থে আলাদা করে শিশুরোগ বিভাগ চালু করতে হবে। শ্বাস কষ্ট নিয়ে কোনও শিশু ভর্তি হলে, তাকে রেফার করা যাবে না। অক্সিজেন, ভেন্টিলেটর-সহ বাকি সামগ্রী মজুত রাখতে হবে। শিশুদের এই ভাইরাস থেকে রুখতে সচেতন করবেন আশাকর্মীরা। প্রতি হাসপাতালে জরুরি ভিত্তিতে হবে স্যানিটাইজেশনের কাজ ।