ফের নয়া অভিযোগ। এবার স্ত্রীকে ফাঁসানোর অভিযোগ নিয়ে এজেন্সির বিরুদ্ধে সরব হলেন নিয়োগকাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। বৃহস্পতিবার কুন্তল ঘোষকে বিশেষ ইডি আদালতে তোলা হয়। আদালত থেকে বেরিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন কুন্তল। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর চর্চা শুরু হয়েছে।
কুন্তল জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা টিপার আছে, তাঁরা হুমকি দিয়েছে, তাঁর স্ত্রীকে ফাঁসাবে। টিপারের মাধ্যমেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। যদিও, কীভাবে টিপাররা তাঁকে হুমকি দিয়েছে, যোগাযোগই বা কীভাবে হয়েছে তা নিয়ে মুখ খোলেননি কুন্তল।