বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ফের বসতে চলেছে পৌষ মেলা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের সঙ্গে বৈঠক করে শান্তিনিকেতন ট্রাস্ট। ওই বৈঠকেই মেলা করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে খবর পাওয়া গিয়েছে। শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই বসবে পৌষমেলা।
এবিষয়ে শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার জানিয়েছেন, মেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও বর্তমানে সবথেকে চিন্তার বিষয় পরিকাঠামো। অতি দ্রুত কীভাবে পরিকাঠামো তৈরি করা যায় সেনিয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে স্টল বণ্টনের জন্য খড়গপুর IIT-বিশ্ববিদ্যালয়ের বিশেষ সফ্টওয়ারেরও সাহায্য নেওয়া হতে পারে।
মূলত করোনার সময় প্রথমবার বন্ধ হয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলা। তারপর বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন পরপর তিনবছর মেলা বন্ধ ছিল। তারপর ফের চলতি বছর থেকে শুরু হতে চলেছে পৌষমেলা।