নিয়োগের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভ দেখালেন ২০২২ সালের টেট পাশ উত্তীর্ণরা। অভিযোগ, সেসময় তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে পুলিশের ভ্যানেও তোলা হয়। ঘটনায় কয়েকজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
কী ঘটেছে?
নিয়োগের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রথমে পুলিশের তরফে তাঁদের সরে যাওয়ার আবেদন করা হয়। কিন্তু তাতে রাজি না হওয়ার জোর করে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনার জেরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এবং বেশ কিছুক্ষণ করুণাময়ীতে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এর জেরে তৈরি হয় যানজট। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ জোর করে তাঁদের সরিয়ে দিয়েছে।