হাই কোর্টে বিক্ষোভের মুখে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 'চাকরি খেয়ে নিচ্ছেন', অভিযোগ তুলে তাঁকে ঘিরে স্লোগান। 'বিতর্কিত' চাকরিপ্রাপকদের একাংশের। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রাথমিকের বিকৃত OMR শিট নিয়ে মামলার শুনানি চলাকালীন, কারচুপি হয়েছে বলে সওয়াল করেন বিকাশ। এরপরই শুনানির শেষে বিকাশ এজলাস থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরেন প্রাথমিকের 'বিতর্কিত' শিক্ষকদের একাংশ। এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয়।