কম উপস্থিতির জন্য ছ জন পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। সেকারণে স্কুলে মধ্যে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল অভিবাবকদের বিরুদ্ধে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ঘটনাটি দক্ষিণেশ্বরের সারদাদেবী বালিকা বিদ্যামন্দিরে।
শুধু তাণ্ডব চালানো নয়, ওই ভিডিওতে দেখা গিয়েছে কয়েকজন পড়ুয়া রীতিমতো আত্মহত্যারও হুমকি দিচ্ছেন। সামনেই একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা। কিন্তু পরীক্ষায় বসার জন্য যে পরিমাণ উপস্থিতির দরকার হয় ছজন পড়ুয়ার ওই সংখ্যক উপস্থিতি নেই। সেকারণে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।