চিকিৎসার গাফিলতির জেরে এক তরুণীর মৃত্যুর অভিযোগ তুললেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বাগুইআটির একটি নার্সিংহোমে। ঘটনার জেরে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রোগীর নাম মীনাক্ষি বৈরাগী।
কী হয়েছিল?
পরিবারের তরফে জানা গিয়েছে, গলায় সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মীনাক্ষি। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন অস্ত্রোপচার সফল হয়েছে। এর কিছুক্ষণ পরেই শারীরিক অবস্থা অবনতি হয় মীনাক্ষির। এবং রবিবার রাত ১০টার কিছু পরেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার জন্য চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলেও অন্যত্র স্থানান্তরিত করা হয় রোগীকে। এবং কোনও রকম চিকিৎসা ছাড়াই ফেলে রাখা হয়েছিল। যদিও বাগুইআটি থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর।