মণিপুর কাণ্ড নিয়ে উত্তাল সারা দেশ। কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এবার মণিপুর ইস্যুতে দিল্লির গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট INDIA-র নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ INDIA জোটের একাধিক সাংসদ। সংসদের উভয় কক্ষেই প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেছেন তাঁরা। একই সঙ্গে সোমবার সকালেই রাজস্থানের নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছিলেন রাজস্থানের বিজেপি সাংসদরা।
মণিপুর কাণ্ড নিয়ে বেশ কিছুটা চাপে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের তরফে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এরাজ্যেও ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বারবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংসদেও চাপে রাখতে ধরনায় বসেছে INDIA-র সাংসদরা।