মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাসের সময়সীমা দিয়েছিলেন। আশ্বস্ত করেছিলেন এই একমাস কোনও উচ্ছেদ হবে না। তারপরেও রামপুরহাটের ছবি বদলায়নি। বৃহস্পতিবারের ওই বৈঠকের পর শুক্রবার ও শনিবার সকালেও উচ্ছেদ অভিযান চলে রামপুরহাটে। যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা।
পুরসভার উচ্ছেদ ঘিরে শুক্রবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিল ব্যবসায়ীরা। চিত্রা মোড় এলাকায় বিক্ষোভে সামিল হয়েছিলেন। এবার শনিবারও বিক্ষোভে নামলেন তাঁরা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও ভেঙে দেওয়া হচ্ছে দোকান।
শনিবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হন ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরা নয়, তাঁদের পরিজনরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি কোনও ভাবেই উচ্ছেদ করা যাবে না। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।