NEET এ দুর্নীতি এবং স্নাতক স্তরে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল AIDSO। বৃহস্পতিবার দুপুরে করুণাময়ীতে তারা বিক্ষোভ দেখায় এবং বিকাশ ভবন অভিযান করে। এর জেরে ধুন্ধুমার চেহার নেয় পুরো এলাকা। বিক্ষোভকারীদের আটকাতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। কয়েকজনকে আটকও করা হয়েছে।
NEET এর ফল প্রকাশের পরেই দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। কারণ ওই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ৬৭ জন প্রথম স্থান অধিকার করে। যার জেরে শুরু হয় তুমুল বিতর্ক।
Read More- নিটের ফল খারাপ, বাড়ি থেকে নিখোঁজ ফার্স্টবয়! দুশ্চিন্তায় পরিবার
অন্যদিকে NEET-এ বাড়তি নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বদলে তাঁদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। NEET সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এই বিষয়ে জানিয়েছে কেন্দ্র।