ভোটের ফলাফলের দিনও বিচ্ছিন্ন অশান্তি এড়ানো গেল না আসানসোলে। গণনাকেন্দ্র ছেড়ে বেড়িয়ে আসার মুখে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁকে কটূক্তি করার পাশাপাশি তাঁর গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গণনাকেন্দ্র আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে। যদিও এই ঘটনার জেরে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী। রাউণ্ড যত বাড়তে থাকে, ততই পিছোতে থাকেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শেষ রাউণ্ডের গণনার সময় গণনাকেন্দ্র ছাড়েন তিনি। সেইসময় বাইরে বেরোতেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে। এর পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান দেন অগ্নিমিত্রা পাল। এরপরেই তাঁর গাড়ির উদ্দেশ্যে ঢিল, জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ।