তাঁর নামে আনা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন পল্লবীর (Pallavi Dey Death Mystery) বান্ধবী ঐন্দ্রিলা। যদিও ঐন্দ্রিলার দাবি, তাঁর নামে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি জানান, পল্লবীর সঙ্গে এক পাড়ায় বড় হয়েছেন। তাঁদের এক সঙ্গে বড় হতে দেখেছেন পল্লবীর বাবা-মা। তিনি ভাবতেই পারেননি যে, তাঁরা এমন অভিযোগ করতে পারেন। উল্লেখ্য, সোমবার পল্লবীর পরিবার গড়ফা থানায়(Garfa Police Station) খুনের অভিযোগ দায়ের করেছে। তাতে নাম রয়েছে সাগ্নিক চক্রবর্তী এবং ঐন্দ্রিলার।
ঐন্দ্রিলার কথায়, ‘‘পল্লবীর(Actress Pallavi Dey Death Mystery) সঙ্গে সেরকম যোগাযোগই ছিল না। মাঝেমধ্যে হয়তো ফোন বা মেসেজে খবরাখবর নিতাম। কিন্তু ব্যক্তিগত জীবনে কে কী করছি, তা জানতে চাইনি।’’ তাঁর দাবি, টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা একেবারে মিথ্যে। পল্লবীর ছোটবেলার ওই বান্ধবী দাবি করেন, তাঁদের এমন সম্পর্ক ছিল না যে, কেউ কারও সম্পত্তির হিসেব রাখবেন।
ঐন্দ্রিলার আরও দাবি, পল্লবীর মাধ্যমেই সাগ্নিকের (Sagnik Chakraborty) সঙ্গে তাঁর আলাপ। কিন্তু সেটা নেহাতই বান্ধবীর ‘বয়ফ্রেন্ড’ বলে। এর বাইরে তাঁদের মেলামেশা ছিল না। পল্লবীর গড়ফার(Garfa Police Station) ফ্ল্যাটে ‘নিয়মিত যাতায়াত’-এর যে অভিযোগ করেছে পরিবার, সেটাও ভিত্তিহীন বলে দাবি করে তিনি জানান, কোনও দিন ওই ফ্ল্যাটে যাননি। এর আগে অবশ্য তিনি দাবি করেছিলেন, এক দিনই ওই ফ্ল্যাটে গিয়েছিলেন।