মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান (Air turbulence)। তাতে ১৮৫ জনের মতো যাত্রী ছিল। যাদের মধ্যে আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী। মুম্বই (Mumbai flight) থেকে অন্ডাল (Andal airport) আসার পথে বিপত্তি। আহতরা দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি।
জানা গিয়েছে, ৭টা ২৫ মিনিট নাগাদ বিমানটির অন্ডাল বিমান বন্দরে (Andal airport) অবতরণের কথা ছিল। কিন্তু মাঝ আকাশে ঝড়ের কবলে (Air turbulence) পড়ে বিমানটি। দমকা হাওয়ার ধাক্কায় কেঁপে ওঠে বিমানটি। এতেই বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে খবর। সংখ্য়াটা প্রায় ৪০ জন। ধাক্কার ফলে কারও হাত ভেঙেছে, কারও মাথা ফেটেছে।
আরও পড়ুন: আমির নিয়ে এলেন 'লাল সিং চাড্ডা ফেদার চ্যালেঞ্জ', অংশ নিলেন রণবীর কাপুর ও নীতু কাপুর
উল্লেখ্য, এর আগে শনিবারও প্রায় একই ঘটনার সাক্ষী হয় যাত্রীবাহী বিমান (Flight faced air turbulence)। বাধ্য হয়ে যাত্রাপথ পরিবর্তনও করতে হয়। প্রায় ৪০ মিনিট ধরে আকাশে চক্কর কাটে দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমান। এরপর ওই বিমানটি গুয়াহাটি বিমানবন্দরে (Guwahati airport) জরুরি অবতরণ করে। তার ফলে রক্ষা পান যাত্রীরা। নিরাপদে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছনোর পর বিমানচালককে ধন্যবাদও জানান যাত্রীরা।