সাইবার হানার কবলে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট (TMC twitter account hacked) । এআইটিএমসি-র টুইটার (AITMC) অ্যাকাউন্টে গেলে দেখা যাবে বদলে গিয়েছে নাম । ডিপিতে নেই জোড়াফুলের চিহ্ন । মঙ্গলবার রাতে টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ ।
মাইক্রোব্লগিং সাইটটিতে তৃণমূলের অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে ইউগা ল্যাবস । ডিপিতে 'Y'লোগো রয়েছে । তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন জানিয়েছেন,তৃণমূলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে । টুইটারের কর্মকর্তাদের সঙ্গো যোগাযোগ করেছেন তাঁরা । তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন, Children died kolkata: অ্যাডিনোয় রক্ষে নেই নিউমোনিয়া দোসর, শহরে আরও পাঁচ শিশুর মৃত্যু
উল্লেখ্য, কয়েক মাস আগেও সাইবার হানার কবলে পড়েছিল পশ্চিমবঙ্গের একাধিক সরকারি অ্যাকউন্ট । 'এগিয়ে বাংলা', 'দুয়ারে সরকার' অচল হয়ে পড়েছিল ।