অবশেষে গ্রেফতার মদ্যপ বাবা , অভিযোগ যার মারে মৃত্যু হয়েছে তারই তিন সন্তানের। গত শুক্রবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রীকে মারধর করতে শুরু করেন ওই ব্যক্তি, স্ত্রী তার হাত থেকে বাঁচতে পালিয়ে যান। সেই সময় বাচ্চাদের পেয়ে বেধড়ক মারধর শুরু করেন ওই ব্যক্তি অভিযোগ এমনটাই। পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য তৈরী হয়েছে। গ্রামবাসীরা অভিযুক্তের ফাঁসি চেয়েছেন। ওই ব্যক্তির আর এক সন্তান রাঁচির হাসপাতালে মৃত্যয়ৰ সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত প্রভাস মাহাতোকে গ্রেফতার করা হয়
MD Salim : মমতা-ইয়েচুরিদের 'দোস্তি'-তে নাখুশ আলিমুদ্দিন, ঘাস-পদ্মের মিল বোঝালেন সেলিম
বৃহস্পতিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”