সকাল থেকেই ঝড়-বৃষ্টি । তার জেরে ভাঙল বুর্জ খলিফার (Burj Khalifa) একটা অংশ । না দুবাইয়ের বুর্জ খলিফা নয় । এই বুর্জ খলিফা আলিপুরদুয়ারের (Alipurduar Burj Khalifa) । দুবাইয়ের বুর্জ খলিফার আদলে পুজো মন্ডপ তৈরি করেছে আলিপুরদুয়ার লোহারপুল ইউনিট পুজো কমিটি । কিন্তু, অষ্টমীর (Astami) সকালে ঝড়-বৃষ্টির (Rain) কারণে মন্ডপের একটা অংশ বেঁকে গিয়েছে ।
ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে অষ্টমীর সকাল থেকেই ঝড়-বৃষ্টি হচ্ছে । এদিকে, বৃষ্টি মাথায় করে মন্ডপে মন্ডপে ভিড় করছিলেন দর্শনার্থীরা । সকাল থেকেই আলিপুরদুয়ারের লোহারপুল ইউনিট পুজো কমিটির বুর্জ খলিফা দেখার জন্য ভিড় বাড়ছিল । কিন্তু ঝড়-বৃষ্টির মাঝে ঘটে যায় বিপত্তি । বাঁশের তৈরি এই বুর্জ খালিফার চূড়ার দিকের অংশটি বেঁকে যায় । প্রায় ভেঙে পড়ার জোগাড় । ফলে নিরাপত্তাজনিত কারণে, পুজোমন্ডপ আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পুজোর উদ্যোক্তারা । স্থানীয় থানার আইসিকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। এই মুহূর্তে মন্ডপ মেরামতের কাজ চলছে । এভাবে বৃষ্টি চললে, মন্ডপ আর খোলা হবে কি না, সেই বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে ।
আরও পড়ুন, Gandhi as Asura: বিতর্কের জেরে 'অসুর বদল', প্রতিবাদে প্যান্ডেলেই অবস্থান বিক্ষোভ হিন্দু মহাসভার
উল্লেখ্য, গোবরডাঙাতেও বুর্জ খলিফার আদলে একটি মন্ডপ গড়ে তোলা হয়েছে । সপ্তমীর রাতে অতিরিক্ত ভিড়ের কারণে সেই মন্ডপও দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় ।
আলিপুরদুয়ারের বুর্জ খলিফাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা বাড়ছিল । ষষ্ঠী থেকে ভিড় বাড়ছিল । সপ্তমীতে রাতে ঢল নামে মানুষের । অষ্টমীতে আরও ভিড় হবে বলে আশঙ্কা ছিল । কিন্তু তার আগেই বন্ধ হয়ে গেল মন্ডপ ।