ধৈর্য্য আর অধ্যাবসায় থাকলে কোনও বাধাই বাধা হয়ে ওঠে না কখনও। এই কথা ফের প্রমাণ করলেন আলিপুরদুয়ারের বাপ্পা সাহা। পেশায় রাজমিস্ত্রি বাবার এই সন্তান স্রেফ মেধাকে সঙ্গী করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় সর্ব ভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। প্রথমবার পরীক্ষায় বসেই এই সাফল্য পেয়েছেন তিনি। আলিপুরদুয়ার শহর সংলগ্ন প্রত্যন্ত দক্ষিণ মাঝেরডাবরির বাসিন্দা বাপ্পার সর্বভারতীয় স্তরে এই নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার সহ সমগ্র আলিপুরদুয়ার জেলার শিক্ষাজগৎ। এই সাফল্য যেন গোটা জেলারই।
তাঁর বাবা গোপাল সাহা পেশায় রাজমিস্ত্রি হলেও সন্তানদের পড়াশোনায় কোনও খামতি রাখেননি। সাহা পরিবারে একটা সময় ঠিকমতো খাবার জুটতো না। তাঁদের ঘরটিও ছিল দরিদ্রতায় পূর্ণ। আগে বাড়িতে বিদ্যুৎ ছিল না।
গ্রামের প্রাথমিক স্কুলের পাঠ চুকিয়ে বাপ্পা ভর্তি হয়েছিলেন আলিপুরদুয়ার শহরের গোবিন্দ হাইস্কুলে। সেখান থেকেই বিজ্ঞান বিভাগে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। তারপর স্নাতকস্তরে কৃষিবিদ্যা নিয়ে ভর্তি হন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ২০২০ সালে সেখান থেকে অত্যন্ত ভাল ফল করেন তিনি। ওই বছরই এমএসসি এগ্রিকালচার স্ট্যাটিসস্টিক্যাল নিয়ে নতুন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার ইন্সটিটিউটে ভর্তি হন। পাশাপাশি চলে ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি।