ঘড়ির কাঁটায় তখন বারোটা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। শুক্রবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের চাঞ্চল্যকর এই রায়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিলে তাঁর দেওয়া নির্দেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠে যায়। বিচারপ্রার্থী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে জানা যায়, শুধু অভিষেক সংক্রান্ত মামলা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবশেষে পড়ন্ত বিকেলে মুখ খোলেন রাজ্যপাল। এজলাসে বসেই তিনি জানান, কুণাল ঘোষ এত বড় ভবিষ্যৎদ্রষ্টা, তা জানা ছিল না। তিনি কুণালকে প্রণাম করতে চান।
রাত ৯টা ৩৮ মাগাদ হাইকোর্ট ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। তবে যাওয়ার আগে তিনি জানান, 'পদত্যাগ করছি না, পালিয়ে যাওয়ার লোক নই।' এরপরই তিনি জানান, শুক্রবার তাঁর মৃত্যুদিন। শুধু তাই নয়, এই রায়ের পর সুপ্রিম কোর্টকে 'যুগ যুগ জিও' বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। পাশাপাশি, বিচারপতির এজলাস থেকে মামলা সরে যাওয়ায় হতাশ চাকরিপ্রার্থীদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, হতাশ হবেন না। সামনে এখনও দীর্ঘ লড়াই বাকি।
আরও পড়ুন- West Benhgal Weather Update: ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, শনিবার কলকাতার পাশাপাশি ভিজতে পারে একাধিক জেলা