বৃহস্পতিবার দুপুরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে না? কয়েক ঘণ্টা পরেই রাতে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরে গেল শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা।
বৃহস্পতিবার দুপুরে বেনজির ভাবে এজলাসে বসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ আনেন। আর তার পরেই রাতে একটি নির্দেশিকা জারি জানানো হয়, বিচারপতি সেনের বেঞ্চে থাকা সমস্ত মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ শুনবে।
শুক্রবার থেকেই রস্টার পরিবর্তনের নির্দেশ কার্যকর হবে। ২৯ জানুয়ারি থেকেই নতুন ডিভিশন বেঞ্চে হবে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি।