আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক। কী হবে সেই বৈঠকে ? রাজনৈতিক মহল তাকিয়ে এদিন দুপুরে নবান্নের এই বৈঠকের দিকেই। যদিও এই বৈঠকের ২৪ ঘণ্টা আগেও রাজ্য়ের মন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়ের পাশেই দাঁড়িয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুগলির হিন্দমোটরে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। একইসঙ্গে আবার এও জানিয়েছেন, আদালতে দোষী সাব্য়স্ত হলে, তাঁকে সাজা পেতেই হবে।
রাজনৈতিক মহলের মতে, মমতার এই বক্তব্য রথতলা-কাণ্ডের আগে। বুধবার সন্ধ্য়ের পর থেকে পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে বলেও ওই সূত্রে দাবি করা হয়েছে। কারণ, টালিগঞ্জের ঘটনার রেশ কাটার আগেই সামনে এসেছে বেলঘরিয়ার আবাসন থেকে আরেক দফায় কয়েক কোটি টাকা উদ্ধারের ঘটনা। সেই পরিস্থিতিতেই আজ মন্ত্রিসভার বৈঠক বসছে।
গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়ের হাতে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি দফতর। যার মধ্য়ে একটি শিল্প ও অন্যটি পরিষদীয়। নবান্নের একটি সূত্রের দাবি, ওই তিন দফতরের ভাগ্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকেই ঠিক করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ এই অবস্থায় দায়িত্ব বণ্টন যে জরুরি, তা মানছেন প্রশাসনিক কর্তারাও। তাই মনে করা হচ্ছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পার্থর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্নের একটি সূত্রের দাবি, শিল্প ও বাণিজ্য দফতরটি নিজের হাতে রাখতে পারেন মুখ্যমন্ত্রী। বাকি দুটি বণ্টন করা হতে পারে প্রতিমন্ত্রীদের মধ্য়ে।