কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির (Trade Union) ডাকা ধর্মঘটে (Strike) রেল অবরোধ করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন বন্ধ সমর্থনকারী। ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ কুলগাছিয়া(Kulgachhia) স্টেশনের কাছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখায়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বামপন্থী দলগুলি।
কৃষক সভার পতাকা হাতে নিয়ে কয়েক জন বাম কর্মী রেল অবরোধ করতে কুলগাছিয়া স্টেশনের কাছে রেললাইনে জড়ো হন। সেই সময় দ্রুত গতিতে আসছিল ডাউন পাঁশকুড়া-শালিমার লোকাল ট্রেন। ট্রেনের সামনে চলে আসেন কয়েক জন অবরোধকারী। চলন্ত ট্রেনের সামনে পড়ে হুমড়ি খেয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়েন তাঁরা। এঁদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে দাবি বাম নেতাদের।
আরও পড়ুন: All India Strike: দেশজুড়ে বনধের ডাক, সকাল থেকেই বিক্ষোভ, বিক্ষিপ্ত অশান্তি
ঘটনার খবর পেয়ে আরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বন্ধ সমর্থনকারীদের দাবি, চালক ইচ্ছাকৃত ভাবে ট্রেন চালিয়ে দেন। চালকের বিরুদ্ধে তাঁরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন।