করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে কলকাতা(Kolkata) ও সংলগ্ন এলাকাগুলিতে । পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে । করোনায় লাগাম টানতে এবার কড়া সিদ্ধান্ত নিল বারুইপুর ও দক্ষিণ দমদম পৌরসভা ।
দক্ষিণ দমদম পৌরসভার(South Dumdum Municipality) তরফ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে সপ্তাহে তিনদিন গোটা এলাকার বাজার(Market Closed) বন্ধ থাকবে । মঙ্গল, বৃহস্পতি ও শনিবার – এই তিনদিন বন্ধ থাকবে দক্ষিণ দমদম পুর এলাকায় সব বাজার । সেই মতো এদিন সকাল থেকেই দক্ষিণ দমদম পুরসভা সংলগ্ন নাগেরবাজার এবং আশেপাশের সমস্ত দোকান বন্ধ রেখেছে দোকান মালিক ও বাজার কর্তৃপক্ষ ।
আরও পড়ুন, Coronavirus: করোনায় আক্রান্ত সুজিত বসু, করোনা রুখতে দুই ২৪ পরগনায় তৈরি হল বিশেষ টিম
অন্যদিকে, শনিবার বারুইপুর পৌরসভা(Baruipur Municipality) এলাকার সমস্ত দোকান-বাজার বন্ধ । বারুইপুর পৌরসভার তরফ থেকে শনিবার পুর এলাকার সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।