টাকা নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি চরমে। রোজ ঝগড়া। শেষপর্যন্ত নিজের তিন সন্তানকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন মা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল বীরভূমের কীর্ণাহারের কালীনগর গ্রাম (Birbhum Crime News)।
স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামী সৌদি আরবে(Saudi Arab) কর্মরত। সেখানেই গত পাঁচবছর ধরে রয়েছেন। প্রথম থেকেই টাকাপয়সা নিয়ে প্রায়ই সঙ্গে অশান্তি হত ওই মহিলার। তাঁর দাবি ছিল, স্বামী টাকা পাঠান না। তিন ছেলেমেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। প্রায় রোজই এই নিয়ে ফোনে স্বামীর সঙ্গে ঝগড়া হত মহিলার (Birbhum Crime News)।
আরও পড়ুন- Bangladesh to Open Padma Bridge: ১৫০ কিলোমিটার দূরত্ব কমছে কলকাতা-ঢাকার, খুলছে বাংলাদেশের পদ্মা সেতু
ঘটনার দিনও একইরকম অশান্তি হয়। ফোনে নাকি চেঁচামেচি করছিলেন মহিলা। তারপরেই এই ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। নিজের ১০ ও ১৩ বছরের দুই মেয়ে ও ৮ বছরের ছেলেকে কীটনাশক(Poison) খাইয়ে দেন মহিলা। বিষক্রিয়ায়(Poison attack) মৃত্যু হয়েছে দুই মেয়ের।
খবর পেয়ে এলাকাবাসী এসে দেখেন, দুই মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে। বাচ্চা ছেলেটি ছটফট করছে। তাদের মায়ের অবস্থাও আশঙ্কাজনক। ব্যাপার দেখেই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে(Burdwan Medical Colllege Hospital) ভর্তি করা হয়েছে।