বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। কিন্তু এবার বীরভূম তৃণমূল যেন অভিভাবক শূন্য। জেলা সভাপতি এখনও জেলে। রাজনৈতিক পর্বেক্ষকদের মতে তাঁর দ্রুত জেলমুক্তির সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতেই 'কেষ্টভূম'-এর সমস্ত নেতা-কর্মী-বিধায়কদের তলব করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাকা হয়েছে জেলার ছাত্র-যুব-মহিলা-শ্রমিক সহ সমস্ত সংগঠনের সভাপতিদের। আগামী ২৬ নভেম্বর ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁদের ডেকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ২৬ নভেম্বর শনিবার, বেলা ৩টে নাগাদ বীরভূমের নেতা-কর্মীদের অভিষেকের অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার একাধিক বিধায়ক এই ডাক পাওয়ার সত্যতা স্বীকার করে নিয়েছেন। শুধু বিধায়ক বা নেতা-কর্মী নয়, ডাকা হয়েছে জেলার দুই সাংসদকেও।
আরও পড়ুন- Madan Mitra: 'নন্দীগ্রামে গোল, সিঙ্গুরেতেও গোল', পঞ্চায়েত ভোটের আগেই মদন মিত্রের নয়া মিউজিক ভিডিও
কেষ্ট গ্রেফতার হতেই সাংগঠনিক সংকট এড়াতে দুই সাংসদ-সহ আট জনের সমন্বয় কমিটি গড়ে মাথায় বসানো হয় জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে। পাশাপাশি, শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান করা হয় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে। কিন্তু তারপরেও অনুব্রতর অনুপস্থিতিতে দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে বীরভূম তৃণমূলে চাপা দ্বন্দ্ব রয়েছে। উল্লেখ্য, অভিষেকের টিম বীরভূম চষে খবর নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, 'কেষ্টভূম'-এ সবকিছু আর আগের মতো নেই। ফলে তৃণমূল নেতাদের মতে, এই বৈঠক কিছুটা প্রত্যাশিতই ছিল।